এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না, জানাল অর্থ মন্ত্রণালয়
রাজস্ব নীতির খসড়া অধ্যাদেশে নানা দফতরের সময়সাপেক্ষ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এনবিআর বহাল থাকছে


এবিএনএ:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি নিয়ে চলমান গুজবের অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখনই এনবিআর বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এখনও চূড়ান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নের জন্য এখনও একাধিক প্রক্রিয়া বাকি। এর মধ্যে রয়েছে দুটি নতুন বিভাগ গঠন, সাংগঠনিক কাঠামো তৈরির পাশাপাশি প্রয়োজনীয় পদের অনুমোদন, যা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের বিভিন্ন শাখার মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এছাড়াও আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনসহ সংশ্লিষ্ট বিধিমালায় পরিবর্তন আনতে হবে, যা একটি সময়সাপেক্ষ ও বিস্তারিত প্রক্রিয়া।
অর্থ মন্ত্রণালয় আরও জানায়, এনবিআর বিলুপ্ত করার আগে রাজস্ব নীতি সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনা করা হবে। সবদিক বিবেচনায় এই মুহূর্তে এনবিআর বিলুপ্তির প্রশ্নই আসে না।
রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও টেকসই করতে সরকার এই অধ্যাদেশ গ্রহণ করলেও, তা বাস্তবায়নে ধাপে ধাপে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না—এই ঘোষণার মাধ্যমে কর প্রশাসনের ভবিষ্যৎ রূপান্তর নিয়ে জনমনে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।
Share this content: