৯ বছরের দাম্পত্যে ফাটল? মোনালি ঠাকুর ও মাইকের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন
ইনস্টাগ্রাম পোস্ট ও আনফলো করার ঘটনায় আলোচনায় মোনালি ঠাকুর ও মাইক রিখটারের দাম্পত্য জীবন ভাঙনের গুঞ্জন আরও তীব্র হয়েছে।


এবিএনএ: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর ও সুইস রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারের সংসার ভাঙনের গুঞ্জন দিন দিন জোরালো হচ্ছে। ২০১৭ সালে বিয়ের মাধ্যমে নয় বছরের দাম্পত্য জীবনে আবদ্ধ হন তারা। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে—এই সম্পর্ক নাকি ভাঙনের পথে।
সম্প্রতি মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। সেখানে তিনি একটি প্রতীকী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘কারণ’। ভিডিওতে শ্বাসরুদ্ধ করা এক মুহূর্ত ফুটে উঠেছে, যা দেখে অনেকেই অনুমান করছেন—শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই হয়তো এই সম্পর্কের ফাটল।
মোনালি নিজেই গানটিকে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত কাজ হিসেবে উল্লেখ করেছেন। এতে বোঝা যাচ্ছে, তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন শিল্পীসত্ত্বার মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মোনালি ও মাইকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বছরের পর বছর নানা ঘটনার ফলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে তাদের দাম্পত্য জীবন নিয়ে আর কেউই প্রকাশ্যে কিছু বলতে চান না।
এর পাশাপাশি, মোনালি মাইককে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন—যা ঘনিষ্ঠ মহল সতর্ক সংকেত হিসেবে দেখছে। তবে তারা হয়তো এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মুখ খোলার সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন।