জাতীয়বাংলাদেশ

মিরপুরে শ্যামলপল্লি বস্তিতে হঠাৎ ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সন্ধ্যার পর আগুনে আতঙ্ক ছড়ায় মিরপুর বস্তিতে, ক্ষয়ক্ষতি ও কারণ জানতে তদন্ত চলছে

এবিএনএ:  রাজধানীর মিরপুর-১৩ এর শ্যামলপল্লি এলাকায় একটি বস্তিতে আজ রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর তাদের কাছে পৌঁছে। তবে এখনো আগুনের উৎস কীভাবে বা কোথা থেকে তা ছড়িয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক দল কাজ করছে। এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক নজরদারি চলছে।

এই মুহূর্তে হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া না গেলেও আশঙ্কা রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। আগুনের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই বস্তির একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না এলেও ফায়ার সার্ভিসের কর্মীরা আশা প্রকাশ করছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

Share this content:

Back to top button