অভিনয়ে ফিরলেন মৌসুমী!
দীর্ঘ দুই বছর বিরতির পর যুক্তরাষ্ট্রে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার দর্শকদের জন্য ঈদে আসছেন নতুন রূপে।


এবিএনএ:
দীর্ঘদিনের বিরতির অবসান ঘটিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন বাংলা সিনেমার প্রিয় মুখ, মৌসুমী। বিভিন্ন গুজব ও অনিশ্চয়তা পেছনে ফেলে তিনি এবার ফিরছেন ছোট পর্দায়। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও থেমে নেই তার অভিনয়যাত্রা।
‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন মৌসুমী। ভিন্নধর্মী এই কাজের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ড এলাকায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
শুটিং পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করে রোববার একটি ভিডিও প্রকাশ করেছেন হাসান জাহাঙ্গীর। ভিডিওতে দেখা যায়, টেলিছবিটির পেছনের গল্প ও মজার মুহূর্তগুলো।
মৌসুমী বলেন, “এই টেলিছবিটির নাম ‘পিএস চাই সুন্দরী’। ঈদের জন্য তৈরি করা হয়েছে। এখানে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করছেন। গল্পটি একটু অন্যরকম, দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
এ টেলিছবিটি সম্প্রচারিত হবে ATV (ইউএসএ)-এর ঈদ আয়োজনের অংশ হিসেবে। জানা গেছে, এটিই একমাত্র নয়—মৌসুমীকে ATV-এর আরেকটি নাটকেও দেখা যাবে।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার জন্য কিছুদিন ধরে পরিবারকেই সময় দিচ্ছিলেন তিনি।
অভিনয় ছাড়ার গুঞ্জন উঠলেও মৌসুমী সেসব উড়িয়ে দিয়ে আবার প্রমাণ করলেন, ক্যামেরা আর চরিত্রে তিনি এখনো জীবন্ত।
তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘সোনার চর’, যেখানে ওমর সানী, জায়েদ খান এবং জান্নাতুল স্নিগ্ধার মতো তারকারা অভিনয় করেছিলেন।
এবার অপেক্ষা শুধু ঈদের, যখন নতুন রূপে আবারও পর্দায় হাজির হবেন ‘চিরসবুজ নায়িকা’ মৌসুমী।
Share this content: