আন্তর্জাতিক

গাজায় ক্ষুধার্ত শিশুদের পাশে দাঁড়াতে পোপকে সফরের আহ্বান ম্যাডোনার

মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা ইনস্টাগ্রামে পোপকে গাজা সফরের অনুরোধ জানিয়ে বলেন—রাজনীতি নয়, সচেতনতা পারে পরিবর্তন আনতে

এবিএনএ: ফিলিস্তিনের গাজায় ক্ষুধা ও যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত শিশুদের সহায়তায় মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে উদ্দেশ্য করে তিনি গাজা সফরের অনুরোধ জানান।

সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্যাডোনা লেখেন, “দয়া করে গাজায় যান। দেরি হওয়ার আগে শিশুদের পাশে দাঁড়ান। একজন মা হিসেবে শিশুদের এমন কষ্ট দেখা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের মধ্যে আপনি-ই একমাত্র ব্যক্তি, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া সম্ভব নয়।”

ম্যাডোনা তার বার্তায় ব্যাখ্যা করেন, “রাজনীতি কোনো পরিবর্তন আনতে পারে না, কিন্তু মানুষের সচেতনতা পারে। তাই আপনার উপস্থিতি সেখানে একটি বড় বার্তা পৌঁছে দেবে।”

সিএনএন জানিয়েছে, পোপের সম্ভাব্য পরিকল্পনা জানতে ভ্যাটিকানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গত মে মাসে পোপের দায়িত্ব নেন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, যিনি পোপ চতুর্দশ লিও নামে পরিচিত। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের সমালোচনায় সরব এবং জুলাইয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৮ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button