জাতীয়লিড নিউজ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, আতঙ্কে হাজারো পরিবার

মহাখালীতে কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি ইউনিটের চেষ্টা অব্যাহত, নিয়ন্ত্রণের বাইরে আগুন, ঘর-সম্পদ হারিয়ে অসহায় বাসিন্দারা

এবিএনএ: রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে একের পর এক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও এখনো আগুনের তাপে বস্তির বিভিন্ন স্থানে দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার পর প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ছড়িয়ে পড়তে থাকায় ধাপে ধাপে ইউনিট বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তা ১৬টিতে উন্নীত করা হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিভানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাওBuckets, পাইপ ও কাঁধে পানি নিয়ে আগুন নেভাতে সহায়তা করছেন।

আগুন ছড়িয়ে পড়তেই বস্তির হাজারো বাসিন্দার মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। কেউ কেউ গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালঙ্কার এবং ব্যক্তিগত সামগ্রী রক্ষা করার চেষ্টা করলেও বেশিরভাগ বাসিন্দাই কিছুই বাঁচাতে পারেননি।

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি। ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্রও এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে এবং বহু পরিবার রাতের আঁধারে গৃহহীন হয়ে পড়েছে।

প্রায় ৯০ একর এলাকা জুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজারের বেশি ঘর রয়েছে। এই বস্তিতে অতীতে কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বছরের ফেব্রুয়ারিতে রাতের অগ্নিকাণ্ডে ডজনখানেক ঘর ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের মার্চ ও ডিসেম্বরেও একইভাবে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার অগ্নিকাণ্ড হলেও প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠায় ক্ষয়ক্ষতি বাড়ছে। দ্রুত পুনর্বাসন ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button