বিনোদন

ঘুম ভাঙতেই কোয়েলের জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত: হঠাৎ বিয়ের ঘোষণা

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ঘুম থেকে উঠে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত জানান, যা পরিবার ও নিসপাল রানের জন্য ছিল অবিশ্বাস্য এক মুহূর্ত।

এবিএনএ: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই ক্যারিয়ারে সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। বাবার পরিচয়ে নয়, নিজের অভিনয়গুণেই তিনি শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। কিন্তু সাফল্যের মধ্যগগনে থাকা অবস্থাতেই জীবনের বড় এক সিদ্ধান্ত নেন তিনি।

প্রায় সাত বছর প্রেমের পর কোয়েল ও প্রযোজক নিসপাল রানার সম্পর্ক নিয়ে পরিবার জানত ঠিকই, তবে বিয়ে নিয়ে কোনো জোরাজুরি করেননি। কোয়েল সবসময়ই বলে এসেছিলেন—তিনি নিজে থেকে না চাইলে বিয়ে করবেন না।

এক সাক্ষাৎকারে কোয়েল জানান, একদিন ভোরবেলা হঠাৎ ঘুম ভেঙেই তিনি মাকে বলেন, তিনি বিয়ে করতে চান। সময় তখন সকাল সাড়ে আটটা। পরিবারের সবাই প্রথমে অবাক হয়ে যান। কোয়েলের মা তৎক্ষণাৎ বিষয়টি পরিবারের অন্যদের জানান এবং সঙ্গে সঙ্গে ফোন যায় নিসপাল রানার কাছে। রান তখনো ঘুমাচ্ছিলেন। ফোন ধরতেই শোনেন, কোয়েল বিয়েতে রাজি। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, “এত তাড়াতাড়ি?” উত্তরে কোয়েল শুধু বলেন, “মানে?” আর তারপরই শুরু হয় তাদের বিয়ের প্রস্তুতি।

২০১৩ সালে কোয়েল মল্লিক ও নিসপাল রানার বিয়ে সম্পন্ন হয়। ২০২০ সালের এপ্রিলে তাদের প্রথম সন্তান কবীর জন্ম নেয়। এরপর গত বছরের ডিসেম্বরে তাদের কন্যা সন্তান পরিবারের নতুন আনন্দ হয়ে আসে।

কোয়েলের এই আকস্মিক সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর তার এই কাহিনি ভক্তদের কাছে আজও অনুপ্রেরণার গল্প হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button