অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন
অক্টোবর-নভেম্বরে আসতে পারে নতুন অতিথি, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গুঞ্জনে সরগরম বলিউড


এবিএনএ: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যেই নতুন অতিথির আগমন ঘটতে পারে। যদিও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তিনি মিডিয়ার সামনে খুব একটা দেখা দিচ্ছেন না। জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা মাতৃত্বকালীন দীর্ঘ ছুটি নেবেন এবং সম্পূর্ণ সময়টি পরিবারকে দেবেন।
সম্প্রতি ভিকি কৌশলের নতুন ছবি ব্যাড নিউজ-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি মুচকি হেসে বলেন, “যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে তা সবার সঙ্গে ভাগ করে নেব। তবে এখন এর কোনো সত্যতা নেই। আপাতত ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, তখন জানানো হবে।”
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোপনীয়তা বজায় রেখে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নিজেদের বিশেষ মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন তারা।
কাজের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ শেষ অভিনয় করেছেন বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।