জাতীয়

জন্মাষ্টমী শোভাযাত্রা উপলক্ষে শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

১৬ আগস্ট বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নির্দিষ্ট রুটে যান চলাচলে নিষেধাজ্ঞা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

এবিএনএ:  রাজধানীতে আগামী শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ কারণে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার কয়েকটি সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তা নিশ্চিত করতে শোভাযাত্রার রুটে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শোভাযাত্রা শুরু হবে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এবং শেষ হবে বাহাদুর শাহ্ পার্কে। পথে থাকবে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড়।

গণবিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

  • শোভাযাত্রার রুটে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

  • উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো নিষিদ্ধ।

  • অংশগ্রহণকারীদের শুরুতেই শোভাযাত্রায় যুক্ত হতে হবে, মাঝপথে যোগ দেওয়া যাবে না।

  • নিরাপত্তার স্বার্থে ব্যাগ, অস্ত্র, দাহ্য পদার্থ, ধারালো বস্তু বা বিপজ্জনক দ্রব্য বহন করা নিষিদ্ধ।

  • রাস্তায় ফল নিক্ষেপ বা অযথা দাঁড়িয়ে থাকা যাবে না।

  • সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।

  • স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রা চলাকালীন সময়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। তারা আশা করছে, জন্মাষ্টমী উদযাপন ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button