শিক্ষা

জাকসু নির্বাচন: হল সংসদের ভোট শেষ, কেন্দ্রীয় সংসদের গণনা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু, রাতেই ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবিএনএ:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট ম্যানুয়ালি গণনা শুরু হয়। তিনি বলেন, “কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।”

এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল। তবে ভোট চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী। প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button