জাতীয়লিড নিউজ

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী ইতালি, নিরাপদ অভিবাসন নিশ্চিতে আসছে নতুন উদ্যোগ

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ অভিবাসন, মানবপাচার রোধ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি

এবিএনএ: বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। পাশাপাশি বৈধ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় দেশটি। এই উদ্দেশ্যে ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়—বিশেষ করে বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ—নিয়ে আলোচনা হয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি অভিবাসীরা ইতালির সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। “তারা তরুণ, পরিশ্রমী এবং সংস্কৃতিতে সহজে মিশে যাচ্ছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছরের সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন। উদ্দেশ্য, ঢাকা-রোম সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করা।

মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, “আমরা দেখেছি অনেক বাংলাদেশি বিপজ্জনকভাবে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেন, যা জীবনঘাতী হতে পারে। আমরা চাই তারা নিরাপদ, বৈধ পথে ইতালিতে প্রবেশ করুন। সমুদ্রপথে অনিয়ন্ত্রিত অভিবাসন ইতালির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বাংলাদেশ সরকারকে অবৈধ অভিবাসন ও সংঘবদ্ধ অপরাধ দমনে সহযোগিতার প্রস্তাব দেন এবং বলেন, “আমরা একটি টেকসই ও সম্মানজনক অভিবাসন প্রক্রিয়া গড়ে তুলতে চাই।”

প্রধান উপদেষ্টা ইউনূস ইতালির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ মানবপাচার বন্ধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, কিছু অসাধু আন্তর্জাতিক গোষ্ঠী অভিবাসীদের অবৈধ পথে পাঠিয়ে পরিস্থিতি জটিল করছে। “প্রকৃত অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়, অপরাধীরা নয়,”—উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।

তিনি মনে করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো নিয়েই ব্যাপক আলোচনা হয়েছে।

Share this content:

Back to top button