উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতের বিশেষজ্ঞ দল
বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর চিকিৎসা সহায়তায় বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত সরকার


এবিএনএ: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ভারতের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “দুইজন বার্ন ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি ছোট দল আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, “চিকিৎসায় সহায়তার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও চিকিৎসক পাঠানো হতে পারে।”
উল্লেখ্য, সোমবার ভয়াবহ দুর্ঘটনার পর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শোক প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি লেখেন, “ভারত সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।”
বাংলাদেশ-ভারতের এই যৌথ উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।