জন্মদিনে গানে গানে কিংবদন্তি হাদীকে শ্রদ্ধা, আবেগে ভাসলেন সহশিল্পীরা
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে ঘরোয়া গানের আসর বসালেন খুরশীদ, রফিকুল, লিনু ও আবিদারা


এবিএনএ: বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে স্মরণীয় এক সন্ধ্যা কাটালেন তাঁর সহশিল্পীরা। মঙ্গলবার ছিল এই বরেণ্য কণ্ঠশিল্পীর জন্মদিন। যদিও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবুও তাঁর প্রতি ভালোবাসা প্রকাশে পিছিয়ে থাকেননি দীর্ঘদিনের সহযাত্রীরা।
শিল্পী রফিকুল আলম ও তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় আয়োজিত হয় এক ঘরোয়া সংগীত সন্ধ্যার। সেখানে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী খুরশীদ আলম, আকরামুল ইসলাম, লিনু বিল্লাহসহ আরও অনেকে।
স্মরণীয় এই আসরে গাওয়া হয় হাদী ভাইয়ের জনপ্রিয় গান ‘আছেন আমার মোক্তার’। উপস্থিত সবার হাততালির সঙ্গে গিটারে সুর তোলেন রফিকুল-আবিদার ছেলে ফারশীদ আলম। সবার মুখে তখন একটাই কথা—”হাদী ভাইকে আমরা খুব মিস করছি।”
রফিকুল আলম বলেন, “আমার ছেলেরই মূল উদ্যোগ ছিল এটা। গানের মধ্য দিয়েই হাদী ভাইকে শ্রদ্ধা জানাতে চেয়েছি। বসে থেকেই তাঁকে ফোনও করেছিলাম, দুর্ভাগ্যবশত পাওয়া যায়নি। তবে অনুভব করেছি, তিনি আমাদের মনের মাঝে আছেন।”
তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এই আড্ডার মুহূর্তগুলো পরদিন ফেসবুকে শেয়ার করেন রফিকুল আলম নিজেই। সেই পোস্টে তিনি লেখেন, “সংগীতের মানুষ হাদী ভাই এখন বিদেশে। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও আমরা তাঁকে মনে রেখেছি গানের মধ্য দিয়ে।”
উল্লেখ্য, ১৯৪০ সালের ১ জুলাই জন্ম নেওয়া সৈয়দ আব্দুল হাদী ছোটবেলায় শিক্ষক হতে চাইলেও পরিণত হন দেশের সংগীত জগতের এক প্রধান কণ্ঠে। ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যেও না সাথী’, ‘তেল গেল ফুরাইয়া’, ‘আমার মোক্তার’-এর মতো কালজয়ী গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেন তিনি।
একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী শুধু গান গেয়েই থেমে থাকেননি। সংগীতের নতুন প্রজন্ম গড়ে তোলায়ও রেখেছেন অসাধারণ অবদান। নিজের আত্মজীবনীতে তিনিও লিখেছেন—শ্রোতার ভালোবাসাই তাঁকে আজকের হাদী করে তুলেছে।
বাংলা সংগীতের এই কিংবদন্তি শিল্পীকে এভাবে সম্মান জানানো যেন আমাদের সংগীত ঐতিহ্যেরই আরেক উজ্জ্বল অধ্যায়।