দুর্নীতির অভিযোগে জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
দুদকের আবেদনের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও স্ত্রী শেরিফা কাদেরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেন আদালত।


এবিএনএ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, জিএম কাদেরসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এই অবস্থায় তারা দেশ ত্যাগ করলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন-প্রশাসন বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের একজন হিসেবে জিএম কাদের দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব পালন করছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।