বাংলাদেশ

একযোগে বদলি ৭১ নির্বাচন কর্মকর্তা, পদায়ন পেয়েছেন আরও দুইজন

নির্বাচন কমিশনের বড়সড় প্রশাসনিক রদবদল, বেশিরভাগ বদলি উপজেলা ও থানা পর্যায়ের কর্মকর্তা

এবিএনএ:  নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের অধিকাংশই উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বে ছিলেন।

রবিবার রাষ্ট্রপতির অনুমোদনে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে অবমুক্ত না হলে, ৪ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

উল্লেখযোগ্যভাবে, ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে ইসি সচিবালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে।

এই রদবদলকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাঠামোতে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button