এ-চালানের যুগে কাস্টমস শুল্ক জমা এখন মুহূর্তেই সরকারি কোষাগারে
অটোমেটেড চালান ব্যবস্থায় আমদানি-রপ্তানির শুল্ক ও কর এখন সরাসরি অনলাইনে সরকারি ট্রেজারিতে জমা দেওয়া যাচ্ছে ঘরে বসেই


এবিএনএ: নতুন অর্থবছরের সূচনায় দেশের রাজস্ব ব্যবস্থাপনায় যুক্ত হলো আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা। এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্টরা এ-চালান ব্যবস্থার মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক ও কর জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ বিভাগের আইবাস++ (iBAS++) সিস্টেমের যৌথ উদ্যোগে কাস্টমসের ASSYCUDA World সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন সম্পন্ন করে এই ডিজিটাল কর ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে।
পুরাতন ব্যবস্থায় RTGS-এর মাধ্যমে কর জমা দিলে অর্থ সরকারি কোষাগারে পৌঁছাতে কয়েকদিন সময় লাগতো। কিন্তু নতুন এই অটোমেটেড চালান ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে কর জমা হয়ে যাচ্ছে কোষাগারে, ফলে দ্রুত পণ্য খালাসের সুবিধা মিলছে।
১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ৩ জুলাই থেকে সোনালী ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকে এই অনলাইন জমার পদ্ধতি চালু করা হয়।
শুধুমাত্র প্রথম দিনেই ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার শুল্ক ও কর সরাসরি সরকারের কোষাগারে জমা হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসেই অনলাইনে কর জমা দেওয়া যাবে। এই ডিজিটাল ব্যবস্থা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই যুগান্তকারী পদক্ষেপে করদাতারা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের রাজস্ব আদায়ে আসবে গতি ও স্বচ্ছতা। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বড় এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।