সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন করল ডুলা
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডুলার উদ্যোগে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণমূলক সেশন


এবিএনএ: সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে জনস্বার্থ মামলা বিষয়ক একটি প্রশিক্ষণমূলক সেমিনার। আয়োজন করে Dhaka University LLM Lawyers’ Association (ডুলা), যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেশনের মূল বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম। তিনি জনস্বার্থ মামলার গুরুত্ব, প্রক্রিয়া ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তরুণ আইনজীবীদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, আইন পেশায় ক্রমাগত শেখা ও জানার বিকল্প নেই। এমন প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে আইনজীবীরা তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবেন।
ডুলার সভাপতি এডভোকেট শেখ আলী আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ এ আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করা প্রয়োজন। নচেৎ আইন পেশা ধীরে ধীরে মেধার অভাবে দুর্বল হয়ে পড়বে। তাই তারা ডুলাকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।