জাতীয়

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপির নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে

এবিএনএ:  ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, মিছিল, সমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্ত ৯ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সচিবালয়, যমুনা ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড।

এই এলাকাগুলোতে যেকোনো ধরনের গণজমায়েত, শোভাযাত্রা, অবস্থান ধর্মঘটসহ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি বলেছে, জননিরাপত্তা রক্ষায় ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক ও সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button