সড়ক দুর্ঘটনায় জোটার মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ রোনালদো ও জামাল ভূঁইয়া
স্পেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডিয়োগো জোটা ও তার ভাই; শোকাহত রোনালদো, জামাল ভূঁইয়া সহ বিশ্ব ক্রীড়াঙ্গন


এবিএনএ: মাত্র কদিন আগেও জাতীয় দলের হয়ে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন, নেশন্স লিগ জয়ের উচ্ছ্বাসে ভাসিয়েছেন গোটা পর্তুগাল। সেই উচ্ছ্বাস যেন হঠাৎ করেই থেমে গেল এক করুণ সংবাদে—সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিলেন ডিয়োগো জোটা।
স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ড। প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও, যিনি খেলতেন পেনাফিয়েল ক্লাবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
মাত্র কয়েকদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোটা। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছিলেন ২৮ জুন, স্ত্রী রুতে ভিডিও দিয়েছিলেন ঘটনার একদিন আগেই। নতুন জীবনের সূচনায় এমন হৃদয়বিদারক পরিণতি যেন কেউ ভাবতেও পারেনি।
জোটার মৃত্যুসংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দেন তার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি লেখেন, “এই ঘটনার কোনও মানে হয় না। আমরা একসাথে খেলেছি, তোমার বিয়েও হলো সবে। তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও জোটা ও আন্দ্রে। তোমাদের ভীষণ মিস করব।”
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও জোটার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “ডিয়োগো ও তার ভাইয়ের আকস্মিক মৃত্যু জাতির জন্য দুঃখজনক। আজ ফুটবলের জন্য শোকের দিন।”
ক্লাব পর্যায়েও শোকের ছায়া। এক মৌসুম ধারে খেলা এফসি পোর্তো জানায়, “আমরা শোকাহত। আমাদের একাডেমির সন্তানদের এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত।”
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শোক জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। তিনি লেখেন, “কদিন আগেই জোটা প্রিমিয়ার লিগ ও নেশন্স লিগ জিতেছে। আজ সে আর নেই। এই খবর সত্যিই কষ্টদায়ক।”
বিশ্ব ফুটবল আজ যেন স্তব্ধ। একজন সম্ভাবনাময় ফুটবলারের এমন অপ্রত্যাশিত বিদায় ক্রীড়া অঙ্গনজুড়েই গভীর শোকের ছায়া ফেলেছে।