ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন, আতঙ্কে পথচারীরা
রাজধানীর ধোলাইপাড় মোড়ে সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।


এবিএনএ: রাজধানীর ধোলাইপাড় মোড়ে বুধবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আকস্মিকভাবে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে—এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে তা জানতে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের সময় আশপাশের দোকান ও পথচারীরা নিরাপদ স্থানে সরে যান। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।




