জাতীয়লিড নিউজ

ধানমন্ডি ৩২ এর পাশে রাতের ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

শুক্রবার রাতে রাসেল স্কয়ার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, জড়িতদের শনাক্তে চলছে তৎপরতা

এবিএনএ:  রাজধানীর ধানমন্ডি ৩২ এর পাশে শুক্রবার (১৫ আগস্ট) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে রাসেল স্কয়ার এলাকায় বাস কাউন্টারগুলোর সামনে হঠাৎ এই বিস্ফোরণ শোনা যায়।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কলাবাগান থানা পুলিশ। তারা আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, “আমরা ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কারা বা কোন উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে।”

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার ছিল। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সারাদিন অসংখ্য মানুষ সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কয়েকজন দর্শনার্থী স্থানীয় কিছু নেতাকর্মীর হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে মাঠে কাজ চলছে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button