ঢাকায় জলের গানের ব্যতিক্রমী কনসার্ট ‘ইকোস অব দ্য ডেলটা’
মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির সংযোগে অনন্য আয়োজন, আলোকি কনভেনশন সেন্টারে আজ সন্ধ্যায় জলের গানের পরিবেশনা


এবিএনএ: সংগীত, সংস্কৃতি আর পরিবেশকে এক সূত্রে বাঁধতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী কনসার্ট। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে ‘ইকোস অব দ্য ডেলটা’ শিরোনামের এ আয়োজনে মঞ্চ মাতাবে জনপ্রিয় সংগীতদল জলের গান। আয়োজন করছে পরিবেশকেন্দ্রিক সংগঠন বায়োফিলিয়া।
এই কনসার্টে শুধু গানের পরিবেশনা নয়, থাকছে বিশেষ নৃত্যনাট্যও। দীর্ঘদিন ধরে জলবায়ু সুরক্ষায় কাজ করে আসা বায়োফিলিয়া তাদের উদ্যোগের অংশ হিসেবেই প্রকৃতি আর মানুষের গল্পগাঁথা গাওয়া দল জলের গানকে যুক্ত করেছে এই আয়োজনে।
তবে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন কেবলমাত্র নিবন্ধিত অতিথিরা।
জলের গানের সদস্য রানা সরোয়ার জানান, এই কনসার্টে অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে শ্রোতাদের জন্য। তিনি বলেন, “এটি সাধারণ কোনো মিউজিক শো নয়, বরং সুরের মাধ্যমে প্রকৃতি আর মানুষের সম্পর্কের নতুন মাত্রা খুঁজে বের করার প্রয়াস।”
কিছুদিন আগেই তারা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামের একক শো করে প্রশংসা কুড়িয়েছে। এর আগে ‘অন্তরঙ্গ জলের গান’ নামের কনসার্টও সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক সাড়া ফেলে। নিয়মিত স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের ভিন্নধর্মী সংগীতকে জনপ্রিয় করে তুলছে এই দল।