বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫! পরিস্থিতি উদ্বেগজনক

২৪ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, বরিশালের বাইরের অঞ্চল থেকেও বহু রোগী হাসপাতালে

এবিএনএ:  দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবার প্রকাশিত তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ হাজার ১৮৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এদিকে জুলাই মাসের শুরুতেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এ মাসে এ পর্যন্ত ২ হাজার ৮৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন আছেন ৩৮৬ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে রয়েছেন ৯৬৫ জন।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো—নতুন ভর্তি হওয়া ৪২৫ জনের মধ্যে ১২০ জনই বরিশাল সিটি করপোরেশনের বাইরের অঞ্চল থেকে এসেছেন, যা প্রমাণ করে রোগটি এখন গ্রামীণ এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১,৭৭৩ জন রোগী ভর্তি হন। এই সময়ে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টি এবং অপ্রতুল মশক নিধনের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জনসচেতনতা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সবচেয়ে জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button