২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৭৪০ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু ডেঙ্গুতে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ রোগী।


এবিএনএ: বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ রোগী।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন এবং দক্ষিণ সিটিতে ১১৫ জন। এছাড়া খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ৯ জন নতুনভাবে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ১২ জনের মধ্যে নারী-পুরুষ সমানভাবে ছয়জন করে ছিলেন। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে সর্বোচ্চ ৫ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকা দক্ষিণে ৩ জন, ঢাকা উত্তরে ২ জন এবং ময়মনসিংহে ১ জন মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি আবহাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।