“বাংলাদেশে কি নায়িকার অভাব?”—টলিউড অভিনেত্রী কাস্টিং নিয়ে বিস্ফোরক দীপা খন্দকার
ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা, বিপরীতে টলিউডের নায়িকা! দীপা খন্দকার প্রশ্ন তুললেন দেশীয় শিল্পীদের উপেক্ষা নিয়ে


এবিএনএ: আসন্ন ঈদে বড়পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের এই ছবিটি নির্মিত হচ্ছে ঢাকার ৯০-এর দশকের গ্যাং কালচার ঘিরে, যার কাহিনী বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। পরিচালনায় রয়েছেন ছোট পর্দার সফল নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম বড় পর্দায় কাজ করছেন।
তবে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নেওয়ার গুঞ্জনে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দীপা লেখেন, “এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি না হয়, তাহলে আমাদের দেশে কি এমন কোনো নায়িকা নেই, যিনি লিড রোলে কাজ করতে পারেন? কেন এমন বিদেশি শিল্পী দিয়ে কাস্টিং করা হচ্ছে?”
তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেন।
একজন ব্যবহারকারী তানিয়া খাতুন মন্তব্য করেন, “আমাদের দেশের নুসরাত ফারিয়া, মিম, পূজা চেরী—সবাই দারুণ অভিনেত্রী। কলকাতার সিরিয়ালের পুরনো মুখ এনে কাজ করানোর কী দরকার?”
অন্যদিকে, কিছু দর্শক আবার অভিনেতা-অভিনেত্রীদের কাজকে গণ্ডিতে না ফেলে শিল্পের গুরুত্ব দিয়েছেন। হৃদয় সাহা বলেন, “কলকাতায়ও তো জয়া আহসান, ফারিয়ারা কাজ করছেন। তাহলে এ নিয়ে এত প্রশ্ন কেন?”
কেউ কেউ কাস্টিংয়ের পেছনে চরিত্রের উপযোগিতার দিকটিও সামনে এনেছেন। যেমন তারেকুল ইসলাম লিখেছেন, “যদি চরিত্রের জন্য বিদেশি অভিনেত্রী উপযুক্ত হন, তবে তাকে নেওয়া যেতেই পারে। বাংলাদেশের অনেকেই তো ওপারে কাজ করেছেন।”
তবে চলচ্চিত্রের পরিচালক কিংবা নায়িকা বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। পরিচালক ও শাকিব খান দু’জনেই জানিয়েছেন, আসন্ন ঈদেই নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন তারা।
এই বিতর্ক শুধু শিল্পী নির্বাচন নিয়ে নয়, বরং দেশীয় শিল্পীদের প্রতি সম্মান এবং প্রাধান্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। দর্শকদের প্রত্যাশা—দেশের প্রতিভাবান অভিনেত্রীদের যেন যথাযথভাবে কাজে লাগানো হয়, বিশেষ করে নিজস্ব প্রযোজনার ছবিতে।