বাংলাদেশ

চবিতে সহিংসতার পর ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত, ৫ সেপ্টেম্বর থেকে নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে

এবিএনএ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীদের স্বার্থ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমও যথাসময়ে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button