“ক্রিকেটের ভবিষ্যৎ কোচিংয়ে”— খেলোয়াড়দের মানসিকতা বদলে যাচ্ছে: হাবিবুল বাশার
হাবিবুল বাশার বললেন, কোচিংয়ে আগ্রহী সাবেক ও বর্তমান ক্রিকেটাররা, এতে উপকৃত হবে তৃণমূল এবং দেশের ক্রিকেট


এবিএনএ: বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ধারা তৈরি হচ্ছে— খেলোয়াড়রা এখন খেলার পাশাপাশি কোচিংকেও ভবিষ্যৎ হিসেবে ভাবতে শুরু করেছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হাবিবুল বাশার মনে করেন, এই প্রবণতা দেশের ক্রিকেটের জন্য আশীর্বাদস্বরূপ।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি আয়োজিত তিনদিনের ‘লেভেল-এ’ কোচিং কোর্সের দ্বিতীয় দিন তিনি বলেন, “শুধু মাঠে খেলা যথেষ্ট নয়, ক্রিকেটকে ছড়িয়ে দিতে হলে ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান ও শিক্ষা প্রয়োজন। যারা এই কোর্সে অংশ নিচ্ছেন, তারা তৃণমূল পর্যায়ে কাজ করছেন। তাদের দক্ষতা বাড়াতে পারলে বাংলাদেশের ক্রিকেটই উপকৃত হবে।”
হাবিবুল জানান, এখন অনেক ক্রিকেটার, যারা প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করেছেন বা শেষের পথে, তারা কোচিং ক্যারিয়ার শুরু করতে চাইছেন। যা কয়েক বছর আগেও বিরল ছিল।
“লেভেল-ওয়ান কোর্সের জন্য রেকর্ড সংখ্যক সিভি জমা পড়েছে,” বলেন তিনি। “এমনকি যারা এখনো খেলছেন, তারাও কোচিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আমাদের লক্ষ্য, তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করা, যাতে তারা দেশ-বিদেশে সম্মানজনক কোচ হিসেবে কাজ করতে পারেন।”
তিনি যোগ করেন, “ভবিষ্যতে আরও বেশি কোচিং সেমিনার আয়োজন করা হবে। কোচ তৈরির এই প্রক্রিয়াই দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”