দেশে ফের করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৫ জন
বৃহস্পতিবার ১৩৪টি নমুনা পরীক্ষায় মিলেছে ১৫ জনের শরীরে করোনা, মৃত্যু না হলেও সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য অধিদপ্তর


এবিএনএ:
বাংলাদেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের প্রবণতা। গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে আশার খবর হচ্ছে—এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।
এর আগের দিন, অর্থাৎ বুধবার, ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। ফলে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
২০২১ সালের আগস্ট মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ে। ৫ এবং ১০ আগস্ট, এই দুই দিনে করোনা কেড়ে নেয় ২৬৪ জনের প্রাণ—যা এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কমে এসেছে, তবু সাবধানতা বজায় রাখতে হবে। সংক্রমণের গতি বাড়ার আভাস পাওয়া গেলে তা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
করোনার বিরুদ্ধে দেশের দীর্ঘ লড়াইয়ে সাফল্য এলেও, নজরদারি ও সচেতনতা যেন শিথিল না হয়—এমনটাই বলছে স্বাস্থ্য অধিদপ্তর।