‘শালিক বালিকা’ দিয়ে ফের দর্শক মাতালেন ইয়াশ-তটিনী
‘ভালো থেকো’র পর নতুন গল্পে ফিরলেন জনপ্রিয় জুটি, ইউটিউবে ঝড় তুলছে মাছরাঙার বিশেষ আয়োজন


এবিএনএ: জনপ্রিয় তারকা জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে ‘ভালো থেকো’ নাটকে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তারা। সেই সাফল্যের রেশ থাকতেই এবার নতুন নাটক ‘শালিক বালিকা’ নিয়ে ফিরেছেন এই জুটি, যা ইতোমধ্যে দর্শকের মনোযোগ কেড়ে নিচ্ছে।
মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, “দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন বলেই এতগুলো নাটকে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। শুরু থেকেই তারা আমাদের ভিন্ন ভিন্ন গল্পে দেখতে চান, তাই নির্মাতারাও আমাদের নিয়ে নতুন চরিত্রের পরিকল্পনা করেন। এবারও দর্শকের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি।”
একইভাবে অভিনেত্রী তটিনীও জানিয়েছেন, ‘শালিক বালিকা’ নাটকে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং দর্শকের ইতিবাচক সাড়া পেয়ে তারা উৎসাহিত।
নাটকটিতে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর ও সাব্বির আহমেদ। টেলিভিশনে প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই অনলাইনে দর্শকের প্রশংসা ও সাড়া পাচ্ছে এই জনপ্রিয় জুটি।