আন্তর্জাতিকলিড নিউজ
পাকিস্তানে সেনাক্যাম্পে আত্মঘাতী হামলা, ১১ সেনা নিহত


এবিএনএ : পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়াতের সোয়াত জেলায় সেনাক্যাম্পে শনিবার রাতে আত্মঘাতী হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলেই নিহত হন ৩ সেনা। পরে হাসপাতালে আরও ৮ জন মারা যান। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস (আইএসপিআর) সূত্রে খবর, এদিন হামলার শিকার হয় পাক আর্মির স্পোর্টস ইউনিট। বিস্ফোরণের পরপরই সোয়াতের ওই এলাকা ঘিরে ফেলা হয়। সোয়াতকে বলা হয় পাকিস্তানের সুইজারল্যান্ড। গত ডিসেম্বরে এই সোয়াতেরই জাহন আবাদে সেনা অভিযানে খতম হয় দুই ‘ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত এলাকাটি পাক তালিবানদের নিয়ন্ত্রণে ছিল।