বাংলাদেশ

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধে বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে রেললাইনে বসে বিক্ষোভ, শিক্ষার্থীরা জানালেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

এবিএনএ:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তারা ময়মনসিংহের আব্দুল জব্বার মোড় এলাকায় অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে সকাল ৯টার দিকে কে. আর মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বহিরাগতদের হামলার প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ছয় দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের ছয় দফা দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে রেলপথ অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে আটকা পড়েছে একাধিক ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button