ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেও পয়েন্ট তালিকায় সেরা তিনে উঠে মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল


এবিএনএ: বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-২০ নারী দলও প্রথমবারের মতো জায়গা করে নিল এশিয়ান কাপে। বয়সভিত্তিক এই সাফল্য এসেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে।
রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে লাল-সবুজের মেয়েরা। যদিও হারের পরও পয়েন্টের হিসেবে মূলপর্বে জায়গা নিশ্চিত হয়। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ বাংলাদেশকে রানার্সআপ তালিকায় সেরা তিনে থাকতে হতো। সৌভাগ্যক্রমে দিনের অপর ম্যাচে ‘ই’ গ্রুপে চীন লেবাননকে ৮-০ গোলে হারানোয় বাংলাদেশ নিশ্চিত হয়ে যায় সেরা তিনে।
৬ আগস্ট শুরু হওয়া এই বাছাইপর্বে অংশ নিয়েছিল এশিয়ার ৩৩টি দল। আটটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি খেলবে মূলপর্বে, আর আট রানার্সআপের মধ্যে সেরা তিন পাবে সুযোগ। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে মোট ১২ দল অংশ নেবে আগামী বছরের এপ্রিলে শুরু হতে যাওয়া মূলপর্বে।
ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশ দলের জন্য দারুণ। ১৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যারা। প্রথমার্ধে স্কোর ছিল ১-১ সমতা। তবে দ্বিতীয়ার্ধে কোরিয়ানদের আক্রমণ সামলাতে না পেরে ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে তিনটি গোল হজম করে বড় ব্যবধানে হার মেনে নিতে হয়।
এর আগে এই বাছাইপর্বে বাংলাদেশ লাওসকে হারায় ৩-১ গোলে এবং তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হার সত্ত্বেও, এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশের ফুটবলের জন্য এক বড় প্রাপ্তি।