ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, ছোটনের ছেলেদের দুর্দান্ত প্রত্যাবর্তন
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ যুব ফুটবল দল

এবিএনএ: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের তরুণ ফুটবল দল। রবিবার ভারতের অরুণাচল প্রদেশের অরুনাচল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ চারে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলের আক্রমণাত্মক খেলা প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণ ভাঙতে থাকে এবং শেষ পর্যন্ত গোলের সুযোগগুলোকে কাজে লাগিয়ে ৩টি গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচ শেষে দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, “আমার ছেলেদেরকে অভিনন্দন জানাই। মালদ্বীপের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্রয়ের পর এই ম্যাচটি আমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম ওরা ফিরে আসবে, এবং আজকের পারফরম্যান্সে সেটিই প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশপ্রেম থেকেই ছেলেরা পুরো ৯০ মিনিট খেলা নিয়ন্ত্রণ করেছে এবং নিজের সেরাটা দিয়ে মাঠে পারফর্ম করেছে। সেমিফাইনালেও আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।”
এই জয়ের মাধ্যমে শুধু সেমিফাইনালই নয়, টুর্নামেন্ট জয়ের স্বপ্নও আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।
Share this content: