খেলাধুলা

জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

জাওয়াদের ব্যাটে জ্বলজ্বলে সেঞ্চুরি, রিজানের সঙ্গী হয়ে গড়লেন জয়রথ—বাংলাদেশ এগিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে

এবিএনএ:  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং আগুনে পুড়ে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ। ওপেনার জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ যুব দল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। এর ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী বাংলাদেশ দল।

শনিবার সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকীর ব্যাটে আসে ৪৯ রানের জুটি। কালাম ১৯ রানে আউট হলেও আবরার নিজের ছন্দে খেলে যান দুর্দান্ত এক ইনিংস।

দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম রানআউট হয়ে গেলে কিছুটা ধাক্কা খেলেও, পরিস্থিতি সামাল দেন রিজান হোসেন। এই জুটির ১৩৫ রানে বাংলাদেশ পায় এক শক্ত ভিত। জাওয়াদ আবরার খেলেন ১১৫ বলে ১১৩ রানের চমৎকার ইনিংস। অন্যদিকে, রিজান করেন ৭৭ বলে ৮২ রান।

শেষ দিকে মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩) দ্রুত রান তুললে, ইনিংসটি আরও জমে ওঠে। শেষ ওভারে আল ফাহাদ মাত্র ৫ বলে ১৯ রান তুলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পড়ে যায় ভয়াবহ বিপর্যয়ে। মাত্র ৩৬ রানেই হারিয়ে বসে প্রথম ৪ উইকেট। অধিনায়ক ভিমাথ দিনসারা কিছুটা প্রতিরোধ গড়ে ৭২ বলে ৬৬ রান করলেও, বাকি ব্যাটাররা ছিলেন নিরুত্তাপ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে।

এই জয়ের মাধ্যমে সিরিজে একচেটিয়া দাপট বজায় রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Share this content:

Back to top button