বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বাতিল হলো জামালদের অনুশীলন—দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
রাজধানীতে সহিংস বিক্ষোভের জেরে মাঠে নামতে পারছেন না বাংলাদেশ দল, শঙ্কায় প্রীতি ম্যাচ


এবিএনএ: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু অচল হয়ে পড়েছে। এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে দেশটিতে অবস্থান করছে।
সোমবার নির্ধারিত সময়ের অনুশীলন করতে পারেনি জামাল ভূঁইয়া–তপু বর্মণরা। নিরাপত্তার কারণে টিম ম্যানেজম্যান্ট অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয়। খেলোয়াড়রা আপাতত হোটেলেই অবস্থান করছেন।
আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সহিংস বিক্ষোভে ইতোমধ্যেই অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে তবেই ম্যাচ আয়োজন সম্ভব হবে। তবে আপাতত দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা কাটছে না।