নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ ‘এ’ দল
ডারউইনে নেপালের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে ৩২ রানের জয় পেল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল


এবিএনএ: ডারউইনে নেপালের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ছায়া দলটি ৩২ রানে হারিয়েছে পূর্ণ শক্তির নেপাল জাতীয় দলকে। এর আগে পাকিস্তান ‘এ’-এর কাছে হেরে শুরু করলেও এবার দারুণভাবে ঘুরে দাঁড়াল সোহানরা।
শনিবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে বাংলাদেশ ‘এ’। ৬.৩ ওভারে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে দল। তবে পরের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানে থামে ইনিংস।
ওপেনার নাঈম শেখ দ্রুত ২৫ রান করলেও আসল দায়িত্ব নেন জিসান আলম। তিনি ৪৬ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কার মারে দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন। মাঝের দিকে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ঝড়ো ইনিংস খেলেন—২৩ বলে নয়টি চার মেরে করেন ৪৮ রান। তবে শেষের দিকে নুরুল হাসান ও অন্যরা রান তোলায় ব্যর্থ হন।
জবাব দিতে নেমে নেপাল শুরুতেই ধাক্কা খায়। মাত্র ৮৬ রানে তারা হারায় ৬ উইকেট। সেখান থেকে অভিজ্ঞ ব্যাটার কুশল মাল্লা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তার ব্যাটে আসে ৪৭ বলে ৫৯ রান, যেখানে ছিল ৬ চার ও ১ ছক্কা। ওপেনার আসিফ শেখ ২৪ বলে ২৮ রান করেন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি যেতে পারেনি নেপাল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বোলাররা ছিলেন কার্যকর। বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পেসার হাসান মাহমুদ শিকার করেন ২ উইকেট। রিপন ও তোফায়েল একটি করে উইকেট ভাগ করে নেন।
নেপালের হয়ে লেগ স্পিনার সন্দীপ লামিচানে ভালো বল করে ২১ রান দিয়ে ১ উইকেট পান। এছাড়া পেসার রিজান ধাকাল ২ উইকেট শিকার করলেও রান দিয়েছেন অনেক—৩৪।