‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবার ইউটিউবেও ফ্রিতে! কবে কোথায় দেখা যাবে জানুন বিস্তারিত
ওটিটিতে মুক্তির পর এবার ইউটিউব ও টেলিভিশনেও দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন সিজন


এবিএনএ: বাংলা ধারাবাহিক নাটকের জগতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামটি এখন একটি পরিচিত ব্র্যান্ড। নির্মাতা কাজল আরিফিন অমির এই নাটকটি তার চরিত্র, সংলাপ ও মজাদার উপস্থাপনার জন্য তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এই ধারাবাহিকের প্রথম চারটি সিজন ইউটিউবে প্রকাশ পেয়ে বিপুল সাড়া ফেললেও, পঞ্চম সিজনটি শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পায়, যা দর্শকদের অনেকের জন্য ছিল হতাশার কারণ। কারণ ইউটিউব দর্শকদের অনেকেই নাটকটি অর্থ খরচ করে ওটিটিতে দেখতে চাননি। ফলে সিজন ৫ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন আলোচনা দেখা যায়নি।
তবে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন নির্মাতা অমি। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবার ইউটিউবেও ফ্রিতে দেখা যাবে! নাটকটির নতুন পর্বগুলো প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।
অমি বলেন, “অনেকেই নাটকটি ইউটিউবে দেখতে চান। দর্শকদের ভালোবাসা এবং আগ্রহের কথা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ধারাবাহিকটি ইউটিউবেও উন্মুক্ত করা হবে। প্রোমো ভিডিও দিয়েই বুম ফিল্মস ছয় লাখ সাবস্ক্রাইবার পেয়েছে—এটাই প্রমাণ করে দর্শক কতটা অপেক্ষায় আছে।”
ইতোমধ্যে ‘বঙ্গ’ অ্যাপে সিজন ৫-এর প্রথম আটটি পর্ব মুক্তি পেয়েছে এবং সেখানেও ভালো সাড়া পেয়েছে বলে জানান নির্মাতা। এবার ইউটিউবের পাশাপাশি টেলিভিশনেও আসছে নাটকটি।
চ্যানেল আই তে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ সম্প্রচার শুরু হবে ১০ জুলাই থেকে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে মূল প্রচার এবং রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার ও পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার দেখানো হবে।
এই সিজনে প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট এবং বরাবরের মতো এবারও কাবিলা, পাশা, হাবু ও শিমুলদের চরিত্রে থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লামসহ আরও অনেকে।
নির্মাতা আশাবাদী, দর্শকরা ইউটিউব, ওটিটি ও টিভি—সব মাধ্যমেই ব্যাচেলর পয়েন্ট উপভোগ করবেন এবং এই সিজনও জনপ্রিয়তার রেকর্ড গড়বে।