এশিয়া কাপে দুর্দান্ত প্রত্যাবর্তন: চাইনিজ তাইপেকে উড়িয়ে জয় পেল বাংলাদেশ
প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় খেলায় ৮-৩ গোলে বড় জয়, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে লাল-সবুজ


এবিএনএ: এশিয়া কাপ হকিতে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর শনিবার ভারতের বিহারের রাজগিরেতে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে দেয় লাল-সবুজের ছেলেরা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। এছাড়া সোহানুর রহমান সবুজ ও অধিনায়ক রেজাউল বাবু একটি করে গোল করেন।
ম্যাচের শুরুতেই চমক দেখান আবদুল্লাহ। খেলার ৪ মিনিটে তার স্টিক থেকে প্রথম গোল আসে। তবে ৬ মিনিটে সমতা ফেরায় চাইনিজ তাইপে। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আবারো গোল দিয়ে লিড নেয় প্রতিপক্ষ। কিন্তু আবদুল্লাহর দ্বিতীয় গোলেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।
হাফ টাইমে ২-২ সমতায় থাকার পর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় লাল-সবুজ। সবুজের গোলে লিড নেয় বাংলাদেশ। তারপর পরপর দুই মিনিটে রকিবুলের দুটি গোল ব্যবধান বাড়িয়ে দেয়। আশরাফুলের গোল নিয়ে ৬-২ ব্যবধানে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে অধিনায়ক রেজাউল বাবু নিজেও গোলের খাতা খোলেন। ম্যাচের শেষ মুহূর্তে আবারো গোল করেন আশরাফুল ইসলাম। তবে শেষ মিনিটে চাইনিজ তাইপে একটি সান্ত্বনার গোল তুলতে সক্ষম হয়।
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আগামীর ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করছে দল।