“আমি কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি, নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি”—অপু বিশ্বাস
শাকিব-বুবলীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা চললেও অপু বিশ্বাস জানালেন, তিনি এসব প্রতিযোগিতায় নেই—নিজের কাজ ও সন্তানের দিকেই এখন তার পুরো মনোযোগ


এবিএনএ: শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্র সফরের ছবিগুলো ভাইরাল হতেই শোবিজ অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সবার নজর তখন অপু বিশ্বাসের দিকে। নেটিজেনরা অপেক্ষায় ছিলেন, তিনি কী বলেন!
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক পুরনো ফেসবুক পোস্টকে সামনে এনে জানিয়ে দিলেন—তিনি কোনো অসুস্থ প্রতিযোগিতায় নেই। বরং নিজের জায়গাতেই তিনি শান্তিতে আছেন।
২০২৫ সালের ১৫ জুন অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টে লেখেন,
“আমার কোনো ব্যক্তিগত মুহূর্ত বা সন্তানের সঙ্গে কাটানো সময় যখন শেয়ার করি, তখন দেখি অকারণে একটি প্রতিযোগিতা তৈরি হয়ে যায়। আমি একজন মা, অভিনেত্রী এবং উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব রয়েছে। আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি।”
তিনি আরো লেখেন,
“ক্যামেরার পেছনে আমি একজন সাধারণ নারী। আমার জীবনেও পরিকল্পনা, সংগ্রাম, এবং ভালোবাসা আছে। আমার সন্তানের জন্য আমি সময় দেই, তার মানসিক বিকাশ ও সুন্দর শৈশব নিশ্চিত করতে চাই।”
অপু বিশ্বাস আরও বলেন, “আমি দেখেছি, আমার পারিবারিক কোনো পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার রিঅ্যাকশন’ আসে। কিন্তু আমি জানাতে চাই, এই প্রতিযোগিতায় আমি নেই। সম্মান অর্জন করতে হয়—অন্যকে ছোট করে নয়।”
সবশেষে অপু লেখেন,
“কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি আমার জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন এবং পাশে থাকেন—তাদের প্রতি কৃতজ্ঞতা। নিজের আত্মমর্যাদা নষ্ট করে কারো সঙ্গে তাল মিলিয়ে চলার ইচ্ছে নেই। ভালোবাসা থাকুক স্বচ্ছ, স্থায়ী এবং সম্মানজনক।”
অপুর এই স্পষ্ট বক্তব্যে তার ভক্তরা যেমন প্রশংসা করছেন, তেমনি শোবিজ অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা।