শাহরুখের পাড়ায় রাজকীয় ভাড়ায় নতুন ঠিকানায় আমির খান!
পালি হিলের বিলাসবহুল ফ্ল্যাটে মাসে ৩৩ লাখ টাকা ভাড়ায় উঠছেন বলিউড সুপারস্টার আমির খান


এবিএনএ: বলিউডের দুই মহাতারকা এবার প্রতিবেশী! বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলে মাসে প্রায় ৩৩ লাখ টাকা ভাড়ায় চারটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন আমির খান। মুম্বাইয়ের মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই খবর।
জানা গেছে, আমির খান বর্তমানে যে হাউজিং কমপ্লেক্সে বসবাস করছেন, সেখানে সংস্কার কাজ চলায় তিনি আপাতত নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। সেখানেই মিলেছে পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্টে এই নতুন আবাসন। এখানেই পাঁচ বছরের জন্য ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
প্রতিমাসে ২৪ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা ভাড়ায় ফ্ল্যাটগুলো ভাড়া নিচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। প্রতি বছর বাড়তি ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রয়েছে এই চুক্তিতে।
উল্লেখ্য, শাহরুখ খান ও তাঁর পরিবার বর্তমানে পালি হিলেই থাকছেন, কারণ তাঁদের প্রাসাদসম ‘মান্নত’ বাড়িতে চলছে বড় ধরনের রিনোভেশন। ফলে শাহরুখ ও আমির এখন এক এলাকাতেই।
বান্দ্রার পালি হিল মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল ও তারকাপূর্ণ অঞ্চল। এখানে বলিউড তারকাদের পাশাপাশি বহু ধনী ব্যবসায়ী বসবাস করেন। ফ্ল্যাটের দামও এখানে আকাশচুম্বী—প্রতি বর্গফুটে ৮০,০০০ রুপি থেকে শুরু করে ১.৩০ লক্ষ রুপি পর্যন্ত।
এদিকে, আমির খানের ব্যক্তিগত জীবনও আলোচনায়। ২০২৪ সালের জন্মদিনে গৌরী নামের নতুন প্রেমিকাকে প্রকাশ্যে এনেছেন তিনি। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে মগ্ন আমির। বলিউডে কানাঘুষা চলছে—তাদের বিয়ে কি তবে আর দূরে নয়?
বাসস্থান বদল, নতুন সম্পর্ক এবং ক্যারিয়ারে নানা নতুন পরিকল্পনায় আবারও খবরে ছেয়ে গেলেন আমির খান। এবার দেখা যাক, ‘কুলি’-তে তাঁর ক্যামিওর পর্দায় কতটা প্রভাব ফেলে!