ঐশ্বরিয়াকে এক রাতের জন্য ১০ কোটি টাকায় আমন্ত্রণ: পাকিস্তানে রহস্যঘেরা অতিথি হওয়ার গল্প
পাকিস্তানের রাষ্ট্রপতির ব্যক্তিগত অনুষ্ঠানে নাকি মোটা টাকার বিনিময়ে অতিথি হন ঐশ্বরিয়া রাই—তবে সত্য-মিথ্যা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে

এবিএনএ: বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের রূপ, স্টাইল ও অভিনয় নিয়ে আলোচনা কখনো থেমে থাকেনি। এক সময় মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবেও উপস্থিত হতেন তিনি, যেখান থেকে আয় করতেন মোটা অঙ্কের টাকা।
সেই ধারাবাহিকতায় ২০০৮ সালে একটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার পাকিস্তান সফর। শোনা যায়, সে সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির একটি ব্যক্তিগত আয়োজনে অংশ নেন ঐশ্বরিয়া। তিনি ছিলেন ঐশ্বরিয়ার একনিষ্ঠ ভক্ত এবং নিজ উদ্যোগে অভিনেত্রীকে সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঐশ্বরিয়ার সেই এক রাতের উপস্থিতির জন্য রাষ্ট্রপতির দপ্তর থেকে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি টাকা। যদিও এই দাবির কোনো প্রামাণ্য তথ্য আজও প্রকাশ পায়নি, এবং এ নিয়ে ঐশ্বরিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে এই খবর একসময় ভারত-পাকিস্তান দুই দেশেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলে। অনেকেই একে গুজব বললেও, আবার অনেকে বলছেন এটি তারকা-ভক্ত সংযোগের এক চূড়ান্ত উদাহরণ।
বর্তমানে ঐশ্বরিয়া বেছে বেছে কাজ করেন এবং জনসম্মুখে খুব একটা দেখা যায় না। তবে পুরনো এই ঘটনা আজও ইন্টারনেটে মাঝে মধ্যেই উঠে আসে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।
Share this content: