দিল্লি বিমানবন্দরে অবতরণের পর আগুনে জড়াল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ
হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অবতরণের পর অক্সিলিয়ারি ইউনিটে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ


এবিএনএ: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইট নম্বর এআই-৩১৫ অবতরণের পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীরা নামার সময় হঠাৎ উড়োজাহাজের সহায়ক ইউনিটে আগুন ধরা পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী কিংবা কেবিন ক্রু আহত হননি।
সংস্থাটি আরও জানায়, উড়োজাহাজটির অটোমেটিক অগ্নি-সনাক্তকারী ব্যবস্থা তৎক্ষণাৎ আগুন শনাক্ত করে এবং এপিইউ বন্ধ হয়ে যায়। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, ঘটনাটি ঘটেছে একটি এয়ারবাস এ৩২১ মডেলের বিমানে, যা এখন সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছে।
এ ঘটনায় তদন্তের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক যাত্রী।