এবিএনএ : নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনকে জেলে দেয়ার হুমকি দিয়েছিলেন একাধিকবার। সেই ডোনাল্ড ট্রাম্পই নির্বাচিত হওয়ার পর দেয়া প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে হিলারিকে ভীষণ শক্তিশালী ও বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। সিবিএস টেলিভিশনকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হিলারির ভদ্রতায় তিনি মুগ্ধ। জয় পাওয়ার পর হিলারির কাছ থেকে পাওয়া ফোন কল নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, হিলারির কলটা মনে রাখার মতো, যদিও এটা কলটা করা তার জন্য বেশ কঠিন ছিল। আমি সেখানে ছিলাম না। কিন্তু আমি এটা কল্পনা করতে পারি। এ কলটা করা আমার জন্য যতটা না কঠিন ছিল তার চেয়ে কঠিন ছিল তার জন্য। এ কলটা করতে আমার খুব কষ্ট হতো। ট্রাম্প বলেন, সে অনেক সুন্দর করে আমার সঙ্গে কথা বলেছে। সে বলেছে, ‘কনগ্রাচুলেশনস, ডোনাল্ড, ওয়েল ডান।’ আমি বলেছি, আমিও তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি প্রতিযোগী হিসেবে খুবই দারুণ ছিলে। সাক্ষাৎকার দেয়ার সময় ট্রাম্পের পাশে তার স্ত্রী মেলানিয়া ও চার সন্তান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারটি রবিবার প্রচারিত হবে।