এবিএনএ : জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল মানুষের। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতির এই কৃতি সন্তানকে। সকালে দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু হয় জেলহত্যা দিবসের কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড় ও মণিচত্বর হয়ে মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কর্মসূচি থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে জেলহত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকি অংশ শেষ করে খুনিদের দেশে ফেরত এনে তাদের ফাঁসির দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদের ছেলে নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, আয়েন উদ্দিন এমপি, সংরক্ষিত আসনের এমপি আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এদিকে জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় দলীয় কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণস্থানে ভোর থেকে মাইকে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। দুপুরে দুস্থদের মধ্যে বিতরণ করা হয় খাবার।