এবিএনএ : যাঁরা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদের উদ্যোগকে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চান, তাঁদের জন্য চলছে একটি প্রতিযোগিতা। ‘সিডস্টারস ওয়ার্ল্ড’ নামের ওই প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ লাখ ডলার বা আট কোটি টাকা। বৈশ্বিক ওই প্রতিযোগিতায় জয়ী হলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সমপরিমাণ অর্থ দেওয়া হবে। এ ছাড়া সরকারের কাছ থেকে নানা সুবিধা পাবেন ওই উদ্যোক্তা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
দুই পর্বে হবে সিডস্টারস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। আঞ্চলিক পর্যায়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিযোগিতায় থাইল্যান্ডে অংশগ্রহণের সুযোগ পাবে ঢাকা পর্বের বিজয়ী স্টার্টআপ। এই পর্বের নিবন্ধন চলছে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর। বাছাইপ্রক্রিয়া শেষে ১৭ অক্টোবর আমন্ত্রণ জানানো হবে আট প্রতিযোগীকে। ১৯ অক্টোবর তাঁরা উদ্ভাবনী প্রকল্পগুলো বিচারকদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। তাঁদের নিয়ে এরপর আয়োজন করা হবে এক দিনের বুটক্যাম্প। বিজয়ী টিমের নাম ঘোষণা করা হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ অনুষ্ঠানে। ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড। এ বছরের ডিসেম্বরে প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী দল অংশ নেবে। ২০১৭ সালের এপ্রিলে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ রাউন্ডের বিজয়ী দলটি। সেখানে জয়ী হলেই মিলবে পুরস্কারের আট কোটি টাকা। একই সঙ্গে বাংলাদেশ সরকারও দেবে সমপরিমাণ অর্থ।
প্রতিযোগিতায় আবেদন করার লিংক: (http://www.seedstarsworld.com/event/seedstars-dhaka-2016/)
এই লিংকে গিয়ে আবেদনকারীর নাম, উদ্যোগের নাম ও ই-মেইল নম্বর প্রয়োজন হবে। তাঁর লিংকডইন অ্যাকাউন্ট থাকলে তা এর সঙ্গে সিনক্রোনাইজ হবে। অংশগ্রহণকারীকে তাঁর উদ্যোগ সম্পর্কে একটি উপস্থাপনা পিডিএফ ফরম্যাটে এখানে জমা দিতে হবে। প্রাথমিকভাবে ওই উদ্যোগ নির্বাচিত হলে মেইলে জানতে পারবেন অংশগ্রহণকারী।
Share this content: