বিনোদন

অক্টোবর থেকে আবারও ‘বিজলী’

এ বি এন এ : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মেরচিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

তার অভিনীত পরবর্তী সিনেমা ‘বিজলী’। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী

সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘আগামী মাস থেকে বিজলী সিনেমার শুটিং আবারও শুরু করব। সিনেমার কাজ দারুণ হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি এ সিনেমায় যুক্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। এ সিনেমায় সুনিধির একটি গানের সঙ্গে ‘বিজলী’ সিনেমার বিহান্ড দ্য সিন প্রকাশ করেছে সিনেমা সংশ্লিষ্টরা। বিহাইন্ড দ্য সিনে সুনিধির গানটির রেকর্ডিংয়ের দৃশ্য ও ববির গানের দৃশ্যের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার সুপার হিরোইন চরিত্রে দেখা যাবে ববিকে।  এতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।  ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববি স্টার’র ব্যানারে নির্মিত হচ্ছে।

এই চলচ্চিত্রের পরই ববি রোমান্টিক ঘরানার ‘প্রেমলীলা’ শিরোনামের চলচ্চিত্রের কাজ শুরু করবেন।  এছাড়া ‘মালটা’ চলচ্চিত্রের দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে, এতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। তাছাড়া মালটায় গিয়ে ববি ‘নীলিমা’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই  চলচ্চিত্রের কাজও প্রায় শেষের দিকে।

Share this content:

Back to top button