এ বি এন এ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কানাডার আইনে বাধা থাকলেও বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে।’ রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আমিতো বললাম, যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে, কানাডায় একটা আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে, সেই দেশের এমন কোনো আসামি যদি কানাডায় থাকে, তাকে ফেরত পাঠানো হবে না- আমাদের বাধা এখানে।
আইনের ওই বিধানটি রক্ষা করে কীভাবে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানো যায় তা কানাডার সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানান তিনি।
ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।
এ এইচ এম বি নূর চৌধুরী পঁচাত্তরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর পালিয়ে যাওয়া নূর চৌধুরী কানাডার টরন্টোতে রয়েছেন। তার অনুপস্থিতিতে বিচারে ফাঁসির রায় হয়।
নূর চৌধুরীসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয়জন বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানোর কথাও বলা হচ্ছে।