বিনোদন

র‌্যাম্পে না হেঁটেই বেরিয়ে গেলেন সোহা আলী

এ বি এন এ : কথা ছিল ডিজাইনার শ্বেতা শ্রদ্ধার ফ্যাশন শো’‌তে শো স্টপার হিসেবে র‌্যাম্পে হাঁটার। কিন্তু বিমান ধরতে দেরি হয়ে যাবে বলে ভারতের দিল্লিতে শো চলাকালীনই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। গত শুক্রবার এ ঘটনা ঘটে। সোহা আগে থেকেই জানিয়েছিলেন তিনি সাড়ে ৪টার মধ্যে চলে যাবেন। কিন্তু সকাল থেকেই অনুষ্ঠানের সময় পিছতে থাকে। ৩টার সময় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শ্বেতার শো’‌টি শুরু হয় ৪টা ২৫ মিনিটে। কিন্তু সোহার বিমানের সময় হয়ে যাওয়ায় তিনি র‌্যাম্পে না হেঁটেই বেরিয়ে যান। যদিও গোটা ঘটনাটিকে হালকা ভাবেই নিয়েছেন শ্বেতা। তিনি বলেন, ‘‌সোহা আগে থেকেই আমাকে বলেছিলেন। কিন্তু প্রথম শো’‌টি দেরি হওয়ায়, পরের সবগুলিই নির্ধারিত সময়ের পরে শুরু হতে থাকে। ’তবে জানা গেছে, সোহা র‌্যাম্পে হাঁটার জন্য ৪টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলেন।

Share this content:

Back to top button