কোচ সৌরভের চমক: রেকর্ড দামে প্রিটোরিয়ায় যোগ দিলেন ব্রেভিস
প্রথমবার কোচের দায়িত্ব নিয়েই এসএ টি–২০ লিগে ইতিহাস গড়লেন সৌরভ গাঙ্গুলি, রেকর্ড অর্থে ব্রেভিসকে কিনল প্রিটোরিয়া ক্যাপিটালস।


এবিএনএ: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রথমবার কোচিংয়ে নামলেন আর সঙ্গেই তৈরি হলো নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি–২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়ে রেকর্ড দামে তরুণ প্রতিভা ডেওয়াল্ড ব্রেভিসকে দলে টানলেন তিনি।
নিলামে ব্রেভিসকে কিনতে প্রিটোরিয়াকে খরচ করতে হয়েছে ১৬.৫ মিলিয়ন রান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। এত বড় অঙ্কে এর আগে কোনো খেলোয়াড় বিক্রি হয়নি এই টুর্নামেন্টে।
প্রথমে জোহানেসবার্গ সুপার কিংস ও পার্ল রয়েলস ব্রেভিসকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামলেও শেষ মুহূর্তে প্রিটোরিয়া ক্যাপিটালস বাজি ধরে জয়ী হয়। এর ফলে আগের সব রেকর্ড ভেঙে যায়।
নিলামে এর আগেই আলোচনায় ছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তাঁকে ১৪ মিলিয়ন রান্ডে কিনে নেয় ডারবান সুপার জায়ান্টস। যদিও প্রিটোরিয়াও তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল।
ব্রেভিসকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ গাঙ্গুলি বলেন, “সে এক অসাধারণ প্রতিভা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা সবাই দেখেছে। টি–২০ ক্রিকেটে যে ধরনের ইনিংস বদলে দেওয়া পারফরম্যান্স দরকার, তা করার ক্ষমতা ওর রয়েছে। আমাদের দলে রাসেল, রাদারফোর্ডের মতো ম্যাচজয়ী ক্রিকেটার আছে। আশা করছি, ব্রেভিসও তেমন ভূমিকা রাখবে।”