অর্থ বাণিজ্য

দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হয়ে আসছে নতুন রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক

সরকারের গঠিত আট সদস্যের ওয়ার্কিং কমিটি ব্যাংকগুলোর একীভূত কার্যক্রম বাস্তবায়নে তৈরি করবে কর্মপরিকল্পনা

এবিএনএ:  বাংলাদেশে দুর্বল পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে।

গত রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একত্রিত করার বিষয়ে প্রাথমিক সম্মতি হয়। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম ধরা হয়েছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

এই ওয়ার্কিং কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদকে। অন্যান্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক ও অতিরিক্ত পরিচালকরা। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্যরা নিয়ম অনুযায়ী সম্মানী পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচ ব্যাংক সংকটে পড়ে। সেগুলোকে সমন্বয় করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যাংকের মূলধন হবে প্রায় ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা সরাসরি সরকার দেবে, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল এবং প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।

নতুন ব্যাংকের মাধ্যমে আর্থিক খাতে স্থিতিশীলতা আনা এবং ইসলামী ব্যাংক খাতকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button